রাজনগরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

January 6, 2024,

স্টাফ রিপোর্টার॥ আগামীকাল রোববার ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণে ব্যালটবাদে অন্যান্য সরঞ্জাম যাচ্ছে রাজনগরের প্রত্যেকটি কেন্দ্রে।
শনিবার ৬ জানুয়ারি সকাল থেকে রাজনগর উপজেলা পরিষদের কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়েছে। এবার রাজনগরে ভোটকেন্দ্র রয়েছে ৬৪টি ও ভোট কক্ষ রয়েছে তিনশত বায়ান্ন।
সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্য ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরা। ব্যালটবাদে পিকআপে করে ভোটার বাক্সসহ যাবতীয় সরঞ্জামাদি যাচ্ছে।
এদিকে, শনিবার দিবাগত রাত ৩টায় নির্ধারিত স্থানে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিজাইটিং অফিসারদের কাছে ব্যালট প্যাপার বিতরণ কার্যক্রম শুরু হবে। রোববার সকালে ভোটগ্রহণের আগেই কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট; এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com