রাজনগরে চা শ্রমিকদের মানববন্ধন, বিক্ষোভ

June 12, 2016,

রাজনগর প্রতিনিধি॥ রাজনগর চা বাগানের ম্যানেজারকে অপসারণ ও শ্রমিক নেতা অমর সিংহ, শ্যামলাল কালোয়ারসহ বিভিন্ন নেতাদের ওপর করা মামলা প্রত্যাহরের দাবীতে চা বাগানের শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

rajnagar-tea-state
১২ জুন রবিবার সকালে বাগানের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বাগানের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা। বাগানের পঞ্চায়েত সূত্রে জানা যায়, রাজনগর চা বাগানের শ্রমিকেরা বিভিন্ন কারণে ম্যানেজার আমিনুল ইসলামের ওপর ক্ষুব্ধ ছিলেন। এর প্রেক্ষিতে ২৬ এপ্রিল বাগানের ১২শ’ শ্রমিক ম্যানেজারের অপসারনের দাবীতে ধর্মঘট পালন করে। শ্রমিকদের আন্দোলনের মুখে ম্যানেজার আমিনুল ইসলাম বাগান থেকে চলে গেলেও তাকে অপসারন করা হয়নি। এদিকে বাগান কর্তৃপক্ষের করা বিভিন্ন মামলায় বাগানের সাবেক ইউপি সদস্য শ্যামলাল কালোয়ার, শ্রমিক নেতা অমর সিংহ, বিপিন উপাধ্যায়, প্রদীপ যাদব ও সঞ্জয় গৌড় জেলে রয়েছেন। এদের বিরোদ্ধে ১২টির মতো মামলা রয়েছে। এসময় মামলা প্রত্যাহার, ম্যানেজার আমিনুল ইসলামের অপসারণ, শ্রমিকদের থেকে কেড়ে নেয়া ধানি জমি ফেরতসহ বিভিন্ন দাবীতে শ্রমিকরা মানববন্ধন করে। পঞ্চায়েত সভাপতি মন্টু নুনিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কপিল উপাধ্যায়, সঞ্জিদ যাদব, বিপ্লব মাদ্রাজি পাশি, সত্যনারয়ান নাইডু, হাসান অনির্বান, সুফিয়ান মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com