রাজনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন  সফল করতে এডভোকেসি সভা

March 12, 2025,

আউয়াল কালাম বেগ : রাজনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আগামী ১৫ মার্চ ২০২৫ শনিবার পালন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 ১১ মার্চ মঙ্গলবার দুপুরে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রোমে এ সভা অনুষ্ঠিত হয়।  এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ  সৈয়দ শাহরিয়ার মাহমুদ। মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআই প্রবাল চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাস” স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ জয়মাল আবেদিন, ইমাম সমিতির সভাপতি ও মডেল মসজিদের প্রেস ইমাম মাওলানা  মঈনউদ্দীন। প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক রেজওয়ানুল হক পিপুল সদস্য সচিব সোয়েব আহমেদ প্রমুখ সভায় বক্তারা  জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরে বলেন

ভিটামিন ‘এ’ শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে তাই নয়, ভিটামিন এ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও শিশুর মৃত্যু ঝুঁকি কমায়।  আগামী প্রজন্মকে সুস্থ ও সবল ভাবে গড়ে তুলতে সারাদেশে পালিত হবে ১৫ মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এ উপজেলার ৬-১১ মাস বয়সী সকল শিশু ও ১২ মাস হইতে ৫৯ মাস বয়সী সকল কোনো শিশু যেন এ কার্যক্রম থেকে বাদ না পড়ে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান বক্তরা। ইপিআই  ইনচার্জ  প্রবাল চন্দ্র দাস জানান রাজনগর উজেলায় ১৯২ টি টিকা কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

রাজনগর  উপজেলায়  জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও  সফলভাবে বাস্তবায়নে ১৯৩ টি কেন্দ্রে ৩৮৩ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্রে ২ জন করে স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্র সকাল ৮টা হতে ৪টা পর্যন্ত খোলা থাকবে। এবছর  ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৮ হাজার শিশুকে ও ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার পাঁচ’শ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপ্সুল খাওয়ানো হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com