রাজনগরে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে বিজয় দিবস পালন

December 17, 2016,

রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হয়েছে। একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে এই দিবসের সুচনা হয়। সকাল ৭ঃ৩০মিঃ সময় মহান স্বাধীনতা যুদ্ধে শহীদের স্বরণে উপজেলা প্রশাসন উপজেলা, আওয়ামীলীগ ও যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি ও ছাত্রদল, যুবদল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, জাসদ ও ছাত্রলীগ ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগটনের বিপুল সংখক নেতা কর্মী রাজনগর কেন্দ্রিয় শহীদ মিনারে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং পুস্পস্তবক অর্পণ করেন। সকাল নয়টায় রাজনগর মডেল পোর্টিয়াস উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্টানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পুলিশ, মুক্তিযোদ্ধা ,আনসার-ভিডিপি স্কাউট গালর্সগাইড কাবস বিভিন্ন স্কুল-মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজে সালাম গ্রহন করেন রাজনগর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আসকির খান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বনিক। এদিকে রাজনগর ডিগ্রি কলেজে ফুল দিতে গিয়ে ছাত্রলীগের বাধার মুখে পড়ে ছাত্রদল এঘটনায় কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক নাদিম হোসেন মারাত্বক আহত হয় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com