রাজনগর মডেল পোর্টিয়াস উচ্চ বিদ্যালয়ে মত বিনিময় প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির পদত্যাগের সিদ্ধান্ত

December 26, 2016,

রাজনগর প্রতিনিধি॥ রাজনগর মডেল পোর্টিয়াস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সকল সদস্য পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে বিদ্যালয় জাতীয়করনের দাবী ও শিক্ষার মানন্নোয়ের লক্ষে মত বিনিময় সভায় বিদ্যালয়ের স্বার্থে তারা এ সিদ্ধান্ত নেন। একই সময় প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির পাল্টাপাল্টি মামলা প্রত্যাহারেরও সিদ্ধান্ত নেন।
২৪ ডিসেম্বর শনিবার রাজনগর মডেল পোর্টিয়াস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র ও প্রবীন শিক্ষক হাজী মেন্দী খান। সাহেদুজ্জামান আনছারীর মনাই এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ফয়ছল আহমদ, মনসুরনগর ইউুনয়নের চেয়ারম্যান মিলন বকস,টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান, সুন্দর বকস, বীর মুক্তিযোদ্ধা সজল চক্রবর্তী, নাহাজ খান, নুরুল ইসলাম বাবর, মাসুক মিয়া, আউয়াল কালাম বেগ, ভজন ঘোষ, ময়নু খান, দুর্গা দেব,মুজাহিদুল ইসলাম,ছয়ফুল আলম, মামুন বকস,পিপলু আহমদ, মিল¬াদ খান, প্রমুখ। উলে¬খ্য যে প্রধান শিক্ষক বনাম ম্যানেজিং কমিটির পাল্টাপাল্টি মামলায় জরিয়ে পড়ায় এঐতিহ্যবাহী ২২৫ বছরের প্রাচীন বিদ্যাপিটের লেখাপড়া বিগ্ন ঘটা ছাড়াও ছাত্র শিক্ষক চরম ক্ষতির সম্মুক্ষীন হন। এ অবস্থা থেকে উত্তরনের জন্য প্রাক্তন ছাত্র ও অভিবাবকবৃন্দ এ মতবিনিময় সভার আয়োজন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com