রাজনৈতিক দলে নারীদের যথাযথ অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের দাবিতে শ্রীমঙ্গলে মানব বন্ধন

November 1, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি শ্রীমঙ্গলে রাজনৈতিক দলে নারীদের যথাযথ অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের দাবিতে মানব বন্ধন ও স্মারকলিপি দিয়েছেন নারী নেত্রীরা।

সোমবার ১ নভেম্বর দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলার নারী উন্নয়ন ফোরাম এর উদ্যোগে গণপ্রতিনিধিত্ব আদেশের বিদ্যমান দিকনির্দেশনা অনুসারে বিভিন্ন রাজনৈতিক দলের সকল পর্যায়ের কমিটিতে যেন কমপক্ষে ৩৩% আসনে নারীদের অন্তর্ভুক্ত করা হয়, এবং এই শর্ত পূরণের জন্য সংশ্লিষ্ট নতুন আইনে যেন নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়, এই দাবিতে অনুষ্ঠিত হয় মানববন্ধন। উক্ত পটভূমিতে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় সংশ্লিষ্ট নারী উন্নয়ন ফোরাম এর উদ্যোগে মানব বন্ধন কর্মসূচী পালন শেষে প্রিপট্রাস্ট,অপরাজিতা প্রকল্পের সহায়তায় স্থানীয় পর্যায়ের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদেও নিয়ে অনুষ্টিত হয় মতবিনিময় সভা। সভা শেষে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে দেয়া হয় স্মারকলিপি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নারী ফোরামের সভাপতি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, প্রিপট্রাস্ট, অপরাজিতা প্রকল্প এর উপজেলা সমন্বয়কারী তাহমিনা পারভীন শ্রীমঙ্গলসহ বিভিন্ন ফোরামের নারী নেত্রীরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com