রাস্তায় প্রকাশ্যে কারেন্ট জাল বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আব্দুর রব॥ বড়লেখায় চান্দগ্রাম বাজারে রাস্তা বসে প্রকাশ্যে অবৈধ কারেন্ট জাল বিক্রয়কালে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকার অবৈধ জাল জব্দ ও তিনজন ভাসমান ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার ৬ মে বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও থানা পুলিশের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন জানান, রাস্তায় বসে প্রকাশ্যে অবৈধ কারেন্ট জাল বিক্রির খবর পেয়ে অভিযান চালান। এসময় ৮০ কেজি জাল জব্দ এবং দোষ স্বীকার করায় তিনজন ভাসমান ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে জনসমক্ষে জব্দ জাল পুড়িয়ে ফেলা হয়।
ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি
বর্তমান প্রধানমন্ত্রী ১৯৯৪, ৯৫, ৯৬ সালে কেয়ারটেকার সরকার ছাড়া নির্বাচন মানেননি : আব্দুল আউয়াল মিন্টু
চা শ্রমিকদের ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব
আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে ৩’শ উপকারভোগীদের মাঝে ঈদ উপহার বিতরণ
কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা , মাড়াই জাড়াই এক সাথে হচ্ছে
মন্তব্য করুন