রেড ক্রিসেন্ট সোসাইটি পিঠা উৎসবের আয়োজন করলো

January 30, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে রেড ক্রিসেন্ট সোসাইটি যুব ইউনিট আয়োজন করলো এক দিনব্যাপী পিঠা উৎসব। রোববার ২৯ জানুয়ারি বিকেলে জেলা পরিষদ প্রাঙ্গণের চারিদিকে তরুণদের উৎসবমুখর পরিবেশ।

সাজানো-গোছানো পরিপাটি আয়োজন। বর্ণিল এই আয়োজনের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও মৌলভীবাজার রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান।

পুরো আয়োজনে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাদাপদ দেব সজল, সহ-সভাপতি আলী হায়দার, সদস্য সজীব হাসান ও আলাল খান, রেডক্রিসেন্ট সোসাইটি যুব ইউনিটের প্রধান কামরুল ইসলাম মুন্না।

জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ জাকারিয়া পিঠা উৎসবে যোগ দেন। পিঠা উৎসবে ইলিশ পিঠা, চিড়ি পিঠা, পাটিসাফটা, পাকুড়া, সবজি পিঠা এরকম নানা নাম, জাত আর স্বাদের পিঠার সমাহার নিয়ে স্টলে বসেন তারা। ৫ টাকা থেকে শুরু করে ১০টাকা, ১৫ টাকা, ২০ টাকা, ২৫ টাকা পর্যন্ত প্রতি পিস বিক্রি করেছেন তারা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •