রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতন বন্ধ করুন : শ্রীমঙ্গল খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

November 25, 2016,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর সেনাবাহিনীও উগ্র বৌদ্ধদের বর্বর নির্যাতনের প্রতিবাদে খেলাফত মজলিস ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌর খেলাফত মজলিসের উদ্যোগে কয়েক হাজার ধর্মপ্রাণ তাওহিদি জনতাদেও উপস্থিতিতে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ নভেম্বর) বাদ জুমআ রেলস্টেশন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে শ্রীমঙ্গল চৌমোহনায় এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

শ্রীমঙ্গল পৌর খেলাফত মজলিস সভাপতি মাওলানা এম এ রহিম নোমানীর সভাপতিত্বে ও শ্রীমঙ্গল উপজেলা খেলাফত মজলিস নির্বাহি সদস্য খলিলুর রহমান শেরওয়ানের পরিচালনায় অনুিষ্ঠত সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা আয়েত আলী, ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি, শ্রীমঙ্গল উপজেলা খেলাফত মজলিস নির্বাহি সদস্য মাওলানা সোহাইল আহমদ,  খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা শিহাব উদ্দিন, মৌলভীবাজার জেলা ছাত্র মজলিসের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ এহসানুল হক, খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার নির্বাহি সদস্য হাফেজ আব্দুল মতিন, ছাত্র মজলিসের সাবেক শ্রীমঙ্গল উপজেলা সভাপতি হাফেজ শুয়াইবুর রহমান, খালিদ সাইফুল্লাহ, ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি সাদিকুর রহমান প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেছেন, মায়ানমারের মুসলমানদের ওপর ইতিহাসের জগণ্যতম গণহত্যা চালাচ্ছে মিয়ানমার সরকার। অং সং সুচীর নেতৃত্বাধীন সরকার এবং বিশ্ব মোড়লরাও রহস্যজনকভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। অথচ অমুসলিম সংখ্যালগুদের ওপর সামান্যতম নির্যাতন হলে তারা ব্যাপকভাবে সরব হয়ে ওঠে। বক্তারা বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়ে আরও বলেন, রোহিঙ্গা মুসলিম নিধন বন্ধে জাতিসংঘ, ওআইসিকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। রোহিঙ্গাদের নাগরিক অধিকার ফিরিয়ে দিয়ে তাদের ওপর গণহত্য বন্ধ করতে মায়ানমারের ওপর কুটনৈতিক চাপ বৃদ্ধি করুন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com