র্যাব-৯, এর অভিযানে মৌলভীবাজারের শেরপুর থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার জাল নোটসহ একজন গ্রেফতার
September 20, 2023,

স্টাফ রিপোর্টার॥ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৯ এর অভিযানে মৌলভীবাজারের শেরপুর এলাকা থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার জালনোটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি হবিগঞ্জে বানিয়াচং উপজেলার বড় উজিরপুর গ্রামের মৃত ভানেস্বর সরকারের পুত্র কারিন্দ্র সরকার।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সাধারণ মানুষকে ধোকা দিয়ে অধিক মুনাফার লোভে জাল টাকা তৈরি ও বাজারজাত করার সংঘবদ্ধ কিছু চক্র সক্রিয় রয়েছে।
উক্ত সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন