লন্ডনস্থ ওয়েস্টমিনিস্টার এসোসিয়েশন সাংবাদিক ও মুক্তিযুদ্ধ গবেষক বিকুল চক্রবর্তীকে সম্মাননা দিয়েছে

June 12, 2024,

বিকুল চক্রবর্তী॥ মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখায় সাংবাদিক ও মুক্তিযুদ্ধ গবেষক বিকুল চক্রবর্তীকে সম্মাননা দিয়েছে লন্ডনস্থ ওয়েস্টমিনিস্টার বাংলাদেশ এসোসিয়েশন।
সোমবার ১০ জুন রাতে ইউকে এর লন্ডন সিটির পিমলিকো রিসোর্স সেন্টারে র ওয়েস্টমিনিস্টার বাংলাদেশ এসোসিয়েশন হাবে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন পিবডি এর ডেপুটি চিফ এক্সিকিউটিভ এলি হোল্ট ওয়েস্টমিনিস্টার বাংলাদেশ এসোসিয়েশন এর চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিমলিকো দক্ষিণ এর কাউন্সিলর জেসন উইলিয়াম ও কাউন্সিলর রবার্ট ইগলটন, ছচইঅ এর প্রাক্তন চেয়ারময়ান মো.রেফুল মিয়া, ছচইঅ এর ভাইস চেয়ারম্যান এম এ মালিক, পিমলিকো উত্তর এর কাউন্সিলর জিম গ্লেন ও ফুটবলার হামিদ ইউসুফ । অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন ডব্লিউবিএ এর সাধারণ সম্পাদক মুকিত আলী, ডব্লিউবিএ এর নেতা ময়না মিয়া, হাসনাত সাবরী, কমরু মিয়া, মো এ জেড রাহুল, শেখ জুয়েল ও মবশির আলী।
এ সময় সংবর্ধিত অতিথি বিকুল চক্রবর্তী বলেন, লন্ডনের ব্যস্ত মানুষদের বিনোদন দেওয়ার বড় একটি কাজ করে চলছে ওয়েসমিনিস্টার বাংলাদেশ এসোসিয়েশন। সংগঠনের আয়োজনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সামাজিক কর্মকাণ্ড ইতিমধ্যেই সুআলোচিত ও সমাদ্রিত।
আলোচনাসভা শেষে সংবর্ধিত অতিথি বিকুল চক্রবর্তীর হাতে সম্মাননা কেস্ট তুলে দেন অতিথিরা।
এ সময় ওয়েসমিনিস্টার বাংলাদেশ এসোসিয়েশন আয়োজিত কেরাম বোর্ড প্রতিযোগিতা ২০২৪ এর প্রথম স্থান অধিকারী শুয়েব চৌধুরী, ২য়
মোর্শেদ খোকন, ৩য়
শরিফ উদ্দিন ও চতুর্থ স্থান অধিকারী ইব্রাহিম আলীর হাতে টুর্নামেন্ট বিজয়ী শিরোপা তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com