লাউয়াছড়ায় পর্যটকদের উত্যক্ত করার দায়ে দুই যুবক আটক

September 20, 2022,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের উত্যক্ত করায় দায়ে দুই যুবককে আটক করেছে পুলিশ। ১৯ সেপ্টেম্বর সোমবার বিকালে এ দুইজনকে আটক করা হয়।
জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যানে দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা ঘুরতে আসার মধ্যে পর্যটক রিফাত ও বান্ধবী তানজিলাকে উত্যক্ত করে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় দুই যুবক। এ ঘটনায় পর্যটক থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযুক্ত মো. বেলাল হোসেন (৩০) ও নাজমুল ইসলাম ফাহিম (২২) কে আটক করে থানায় সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ জানায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com