লাউয়াছড়া বনকে প্রাকৃতিক শৃংখলায় নিতে হবে

August 17, 2016,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিউট অফ ফরেস্ট্রি এন্ড অ্যানভারাম্যান্টাল সাইন্সের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ১৭ আগষ্ট বুধবার সকালে লাউয়াছড়া বন পরির্দশন করেছেন।
লাউয়াছড়া বন পরির্দশনকালে তারা বলেছেন- প্রাকৃতিক বন নানাভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে, তাই এখনই  দৃঢ় পদক্ষেপ নেয়া উচিত। বনের ভিতরে আধুনিক শৃংখলা বাদ দিতে হবে, বনকে তার প্রাকৃতিক অবস্থায় ফিরিয়ে  যাবার সুযোগ করে দিতে হবে  নয়তো  বন বলে কিছু থাকবে না। তারা বলেন- বনের ভিতর দিয়ে রেল সড়ক নির্মাণের মাধ্যমে ই লাউয়াছড়ার আসল ক্ষতিটি করা হয়েছে এখন সময় এসেছে রেলপথ সরিয়ে নেবার আর রেল চলাচল নির্বিঘেœ করার নামে একটি গাছও কাটা যাবে না! অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসাইন এর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ মুজাফার হোসাইন, সহকারি অধ্যাপক আক্তার হোসাইন।এ সময়ে তাদের সাথে মতবিনিময়ে অংশগ্রহণ করেন লাউয়াছড়া বন ও জীববৈচিত্র রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক জাবেদ ভূঁইয়া এবং সহ-সদস্য সচিব পংকজ ঠাকুর। মত বিনিময়ে শিক্ষার্থীরা বলেন- আমরা স্যারদের কাছ থেকে যে বনের কথা শুনে এসেছি সেখানে এ বন নেই,বনের ভিতরে ব্রিজ,আধুনিক স্থাপনা, বিদ্যুৎতিক সংযোগ ও রেল লাইন এসব তো বনের সাথে যায় না তার সাথে যদি গাছকাটাও চলে তাহলে আগামিতে শিক্ষার্থীরা এ বনে এসে কিছু ই শেখার থাকবে না।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com