লেবু গাছের সাথে এ কেমন শত্রুতা, ৮০ টি লেবু গাছ কেটে ফেললো দুর্বৃত্তরা

December 27, 2023,

এহসান বিন মুজাহির॥ শ্রীমঙ্গলে একটি ফলদ বাগানের লেবু গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ফল বিক্রি করার আগ মুহুর্তে গাছ কেটে ফেলায় প্রায় লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন বাগান মালিক শ্যামল পাল। ঘটনাটি  শ্রীমঙ্গল উপজেলার ৩নং সদর ইউনিয়ন বিষামনি এলাকায় ঘটেছে।

লেবু বাগান মালিক শ্যামল পালের ছেলে শাওন পাল জানান, শ্রীমঙ্গল থানাধীন বিষামনি এলাকায় আমার বাবা শ্যামল পাল এর মালিকানাধীন ৫০ কেয়ার জায়গায় লেবু ও আনারস বাগান রয়েছে। বাগানের ম্যানেজার হিসেবে সুজিত কুমার দে কর্মরত রয়েছে। ২২ ডিসেম্বর বিকাল আনুমানিক ৫  ঘটিকার সময় আমার বাগানের কাজের লোকজন প্রতিদিনের ন্যায় বাগানে কাজ করে বাড়িতে ফিরে যায়। পরদিন ২৩ ডিসেম্বর  সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় আমি ও বাগানের ম্যানেজার বাগান গেলে দেখতে পাই বাগানের ভেতরে পূর্ব-দক্ষিণ পাশের প্রায় ৮০ টি লেবু গাছ কে বা কারা কেটে ফেলেছে, আবার কিছু চারা উপড়ে ফেলেছে। এ ঘটনা দেখার সাথে সাথে আমি আশপাশের লোকজন ও ইউনিয়ন পরিষদ সদস্য শফিকুল ইসলাম লিটন-কে  অবগত করি। পরে মেম্বারসহ লোকজন ২৪ ডিসেম্বর ঘটনাস্থলে আসেন। তিনি আরও বলেন দুবর্ত্তরা  বিবাদিরা ২২ ডিসেম্বর বিকেল আনুমানিক ৫ ঘটিকা থেকে ২৩ ডিসেম্বর সকাল আনুমানিক ১০ ঘটিকার মধ্যে যেকোনো সময় আমার লেবু বাগানে এ ঘটনা ঘটায়। এসব গাছ ও চারা নষ্টের প্রায় এক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বাগান মালিক শ্যামল পালেরর ছেলে শাওন পাল। তিনি বলেন আমি বিষয়টি এলাকার গন্যমান্য লোকজনদের অবগত করে ঘটনার রহস্য উদঘাটনসহ দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য শ্রীমঙ্গল থানায় অজ্ঞাতনামা বিবাদি করে অভিযোগ দায়ের করি। পরে স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম লিটনসহ শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম আমাদের ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শন করেন। বুধবার বিকেলে মুঠোফোনে শাওন পাল বলেন, দুষ্কৃতিকারীদের শনাক্ত ও রহস্য উদঘাটনের জন্য শ্রীমঙ্গল থানায় আমি একটি লিখিত অভিযোগ করি এবং এরই প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে জানতে চাইলে বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় শ্রীমঙ্গল থানার এসআই তীর্থঙ্কর দাস মুঠোফোনে জানান, লেবুর বাগান মালিকের অভিযোগের প্রেক্ষিতে আমি সরজমিন গিয়ে অভিযোগের সত্যতা পেয়েছি। দুর্বৃত্তদের খোঁজে বের করার চেষ্টা  চালাচ্ছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com