শনিবার ৩ ডিসেম্বর শমশেরনগর মুক্ত দিবস

December 3, 2016,

কমলগঞ্জ প্রতিনিধি॥ ৪৫ বছর আগে ১৯৭১ সালের ৩ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের পাক শত্রুদের প্রতিহত করে মুক্তিযোদ্ধারা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর মুক্ত করেছিল।
৩ ডিসেম্বর শনিবার শমশেরনগর মুক্ত দিবস। ১৯৭১ মুক্তিযুদ্ধ শুরুর মুহূর্তে ২৮ মার্চ সর্ব প্রথম মুক্তিযোদ্ধারা একজন ক্যাপ্টেনসহ ৯জন পাক সেনাকে হত্যা করেছিল শমশেরনগরে। এর পর দীর্ঘ নয় মাস পাক সেনারা শমশেরনগরে শক্ত ঘাটি স্থাপন করে নারকীয়ভাবে নির্যাতন পরিচালনা করে অসংখ্য মানুষ হত্যা করেছিল স্থানীয় বিমান বন্দরের রানওয়ের বধ্যভূমিতে। একঅনে পাক সেনাদের সাথে মুক্তিযোদ্ধাদের তুমুল ষংঘর্ষ হয়েছিল। অবশেষে মুক্তিযোদ্ধাদের গেরিলঅ হামলায় ঠিকে থাকতে না পেরে পাকা সেনরা ৩ ডিসেম্বর শমমেরনগর ছেড়ে মৌলভীবাজার জেলা সদরের দিকে পিছু হটেছিল। শমশেরনগর সাহিত্যাঙ্গন গত বছর ৩ ডিসেম্বর বৃহস্পতিবার মুক্ত দিবসে ইতিহাসের তথ্যানুসন্ধানে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। আজ শনিবার বিকাল তিনটায় শমশেরনগর সাহিত্যাঙ্গনের উদ্যোগে মুক্ত দিবসের উপর এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com