শপিংমলে স্বাস্থ্যবিধি নিশ্চিতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

May 3, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট শহরের কুসুমবাগ ও সেন্ট্রাল রোড এলাকার শপিংমল-দোকানপাট সমূহে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মাস্ক পরিধান না করার অপরাধে ২০ ব্যক্তিকে মোবাইল কোর্ট ৯১০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
সোমবার ৩ মে দুপুর ১২ ঘটিকা হতে ২ ঘটিকা পর্যন্ত মৌলভীবাজারের জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে অভিযান চালানো হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান, মৌসুমী আক্তার, আসমা উল হুসনা এবং অর্ণব মালাকার।
সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এবং দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। স্বাস্থ্যবিধি নিশ্চিতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com