শমসেরনগরে দু’টি বসত ঘর আগুনে পুড়ে ছাই, প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি

July 24, 2023,

প্রনীথ রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগর বাজারের সবুজভাগ এলাকায় দু’টি বসত ঘরে আগুন লেগে পুড়ে ছাই হয়েছে।

ঘরের পাশে থাকা গ্যাসের রাইজার থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় অর্ধ কোটি টাকা।

সোমবার ২৪ জুলাই ভোরে শমশেরনগরের সবুজভাগ এলাকায় ব্যবসায়ী শেখ মোঃ বাচ্ছু মিয়া ও শেখ মোঃ সাচ্ছু মিয়ার বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল থেকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাচ্চু শেখ ও সাচ্চু শেখ বলেন এ অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। একটি জিনিসও রক্ষা করতে পারেননি।

ক্ষয়ক্ষতি সম্পর্কে এখন সঠিকভাবে কিছু বলতে না পারলেও ধারণা করছেন নগদ টাকাসহ কমপক্ষে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফারুকুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে আসে পরে অন্যান্য ইউনিটগুলো যোগদান করে।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘরের পাশে থাকা গ্যাস রাইজার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com