শমসেরনগর হাসপাতালে কেইউডবি-উএ ইউকের সভাপতি প্রফেসর শাহেদের অনুদান প্রদান

মোঃ সালেহ আহমদ (স‘লিপক)॥ মৌলভীবাজারের শমসেরনগর হাসপাতালে কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি শেখ এম শামীম শাহেদ আর্থিক অনুদান প্রদান করেছেন।
শুক্রবার ৯ জুন বিকেল সাড়ে ৪ টায় শেখ এম শামীম শাহেদের কমলগঞ্জ পৌরসভার আলেপুরস্থ বাড়িতে শমসেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহবায়ক শিল্পী সেলিম চৌধুরী, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মুজিবুর রহমান রঞ্জু ও যুগ্ম আহবায়ক আব্দুস সালামের কাছে শেখ এম শামীম শাহেদের ছোট ভাই পৌর কাউন্সিলর শেখ জসিম উদ্দিন শাকিলের মাধ্যমে নিজ বাড়িতে হাসপাতালের তহবিলে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন।
এ সময় শেখ এম শামীম শাহেদের পিতা হাজি শেখ মোহাম্মদ জাহিদ উদ্দিন সহ ব্যাংকার জিয়া খান ও সৈয়দ মাহবুব আলী উপস্থিত ছিলেন।
শেখ এম শামীম শাহেদ কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠাতা ও সভাপতি, কমলগঞ্জ আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের সাবেক গণিত বিষয়ক অধ্যাপক, লন্ডন থেকে প্রকাশিত ‘স্বচিন্তা’ লিটলম্যাগের ব্যস্থাপনা সম্পাদক ছাড়াও শমসেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটি ইউকের অন্যতম সমন্বয়ক ও কমলগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য।
জানা যায়, শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন ইংল্যান্ড কমিটির যুগ্ম আহ্বায়ক কমলগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট লেখক, গবেষক ও সাহিত্যিক সৈয়দ মাসুমসহ ইংল্যান্ড কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, সদস্য ও উপদেষ্ঠা সবাই শমশেরনগর হাসপাতাল তহবিল সমৃদ্ধকরণে নিয়মিত অক্লান্ত পরিশ্রম করছেন।
এ ধারাবাহিকতায় সৈয়দ মাসুম ইংল্যান্ড প্রবাসী কমলগঞ্জ পৌরসভার কৃতিসন্তান প্রফেসর শেখ এম শামীম শাহেদকে শমশেরনগর হাসপাতালের সাথে যুক্ত করেন।
প্রফেসর শাহেদ কমলগঞ্জ পৌরসভার আলেপুরের হাজি শেখ মোহাম্মদ জাহিদ উদ্দিন ও মোছাম্মৎ জয়দন বিবির সন্তান এবং পৌর কাউন্সিলর শেখ জসিম উদ্দিন শাকিলের বড় ভাই।
মন্তব্য করুন