শহরের আরামবাগ এলাকা থেকে গাঁজাসহ একজন আটক

September 9, 2021,

স্টাফ রিপোর্টার॥ গাঁজাসহ আলমগীর মিয়া (৩৯) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পিতবার ৯ সেপ্টেম্বর বিকেলে পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মুখ আরামবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আলমগীর মিয়া পূর্ব কাজিরগাঁও এলকার মৃত হানিফ খান এর পুত্র।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে পৌর এলাকা থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ।
তিনি আরও জানান, মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত করতে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে মাদক সেবনকারী ও বিক্রেতাদের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com