শহরে ট্রাফিক পুলিশ বক্সের উদ্ধোধন

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজার শহরের গুরুত্বপূর্ণ মোড়ে কুসুমবাগ পয়েন্টে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের সৌজন্যে পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে।
১৩ ফেব্রুয়ারী সোমবার সকাল ১০ টায় উদ্বোধন করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, সচেতনতার অভাবে প্রতি বছর দেশে সড়ক দুর্ঘটনায় হাজারও মানুষের প্রাণহানি ঘটে। তাই দুর্ঘটনা রোধে সবার আগে প্রয়োজন জনসচেতনতা। সড়ক দুর্ঘটনা রোধে দেশের বিভিন্ন স্থানে পুলিশ বক্স নির্মাণ এবং সচেতনতামূলক কর্মসূচি গ্রহণসহ ওয়ালটনের নানা উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, ওয়ালটন গ্রুপের অতিরিক্ত উপ পরিচালক মোঃ আরিফুল ইসলাম, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সালেহ এলাহি কুটি, উদ্ধোধনী অনুষ্ঠানে মৌলভীবাজার ট্রাফিক বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন গনমাধমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন