শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে ১১ দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে

October 6, 2016,

কমলগঞ্জ প্রতিনিধি॥ হিন্দু ধর্মীয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে ১১ দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ভারতীয় কাস্টমস কর্মকর্তারা পূজা ছুটিতে থাকবেন বলে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে আমদানি রপ্তানি যোগ্য পণ্য সামগ্রী তদারকি করা যাবে না বলেই দুই দেশের ব্যবসায়ীরা ১১ দিন আমদানি রপ্তানি বন্ধ রাখছেন।
চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের ব্যবসায়ী এমরান আহমদ, রিমন আহমদ, বদরুল ইসলাম ও সিএন্ডএফ এজেন্ট রমাপদ সেন, সোহেল আহমদ জানান, ভারতের ত্রিপুরার মনু শুল্ক স্টেশনের কাস্টমস কর্তৃপক্ষ এবার সবাই দুর্গা পূজার লম্বা ছুটি ভোগছেন। এ অবস্থায় ত্রিপুরার কৈলাসহরের আমদানি রপ্তানিকারকরা স্বেচ্ছায় ১১ দিন পণ্য সামগ্রী আমদানি রপ্তানি থেকে বিরত থাকবেন। ফলে বাংলাদেশী আমদানি রপ্তানিকারকরাও  ভারতীয় ব্যবসায়ীদের সাথে সমন্বয় রেখে ১১দিন এই স্থল শুল্ক স্টেশন দিয়ে কোন পণ্য সামগ্রী রপ্তানিও করবেন না এমনকি আমদানিও করবেন না। কৈলাসহরের আমদানি রপ্তানিকারক আব্দুল মোহিত মিটন বৃহস্পতিবার ৬ অক্টোবর দুপুরে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন এলাকায় বলেন, আজ থেকে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত আমদানি রপ্তানি বন্ধ থাকবে।
চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের কাস্টমস সুপারেনটেনডেন্ট অভিনাশ চন্দ্র রায় বলেন, অফিসিয়াল কার্যক্রম চলবে। তবে ভারতীয় কাষ্টমস কর্তারা সবাই এক সাথে ছুটি ভোগ করছেন বলে ১১ দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com