শিক্ষকদের পেনশনপ্রাপ্তির ভোগান্তি নিরসনের দাবি জানালেন এমপি নাদেল

February 13, 2024,

এইচ ডি রুবেল॥ মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সরকারি নিবন্ধিত ও এমপিওভুক্ত শিক্ষকেরা দীর্ঘদিন আলোর বাতিঘর হিসেবে কাজ করেন।
তারা অবসরে যাওয়ার পরে নিজেদের প্রয়োজনে তাদের অবসরকালীন যে প্রাপ্ততা (পেনশন) সেটা পাওয়ার জন্য সরকারি বিভিন্ন দপ্তরে দৌড়াতে থাকেন। এটা আমাদের সকলের জন্য লজ্জার। শিক্ষকদের এই ভোগান্তি নিরসন জরুরি।’
শফিউল আলম চৌধুরী নাদেল রোববার ১১ ফেব্রুয়ারি জাতীয় সংসদে জরুরি-জনগুরুত্বপূর্ণ বিষয়ে কার্যবিধির ৭১ বিধিতে দেওয়া বক্তব্যে এ কথা বলেন।
শফিউল আলম চৌধুরী নাদেল শিক্ষকদের এই দুর্ভোগ-ভোগান্তি বিষয়ে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তব্যের শুরুতে শফিউল আলম চৌধুরী নাদেল সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) নির্বাচনী এলাকার জনগণ ভোট দিয়ে বিজয়ী করে আমাকে জাতীয় সংসদে তাদের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। এজন্য তাদের প্রতিও আমি কৃতজ্ঞ।’

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com