শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন : ৭২ ঘন্টার আল্টিমেটাম

May 20, 2017,

মাহবুবুর রহমান রাহেল॥ মৌলভীবাজার সদর উপজেলার শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রনধীর দাসের উপর হামলার প্রতিবাদে ১৮ মে বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
মানববন্ধনে শিক্ষক নেতারা আগামী ৭২ ঘন্টার মধ্যে হামলাকারীকে গ্রেফতারের আল্টিমেটামদেন। অন্যথায় শিক্ষক সমাজ কঠোর আন্দোলন দিতে বাধ্য হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক অনুশ দেব রায়, এনামুল কবির, নজরুল ইসলাম, খায়রুল আমিন, রোহেনা খানম ও মুর্শেদ মুন্না প্রমুখ। মানববন্ধনে একাগ্রতা প্রকাশ করেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফ মোহাম্মদ নিয়ামত উল্ল্যাহ।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে স্কুল ছুটির পর প্রধান শিক্ষক বাবু রনধীর দাস বাড়িতে যাওয়ার পথে ওই স্কুলের সহকারী শিক্ষিকা জাকিরা আক্তারের স্বামী দুলাল মিয়া প্রধান শিক্ষকের উপর অতর্কিত হামলা চালান। পরে স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com