শিল্পায়নের নামে হাওর ধ্বংশের প্রতিবাদ ও পরিবেশের হৃৎপিণ্ড কাউয়াদিঘি রক্ষার দাবী

May 3, 2024,

মোঃ আব্দুল কাইয়ুম॥ জীব বৈচিত্রে ভরপুর রাজনগর উপজেলার বৃহত্তর কাউয়াদিঘি হাওরে সৌরবিদ্যুৎ কেন্দ্র ও তথাকথিত শিল্পায়নের নামে হাওর ধ্বংশের কর্মযজ্ঞ রুখে দেয়া এবং পরিবেশের ভারসাম্যে’র হৃৎপিণ্ড কাউয়াদিঘি হাওর রক্ষার দাবিতে মৌলভীবাজারে মতবিনিময় সভা হয়েছে।

গত বুধবার ১ মে রাতে মৌলভীবাজার পৌরসভার সম্মেলন কক্ষে কাউয়াদিঘি হাওর রক্ষা আন্দোলনের ব্যানারে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা কাউয়াদিঘি হাওরের রূপ পরিবর্তন করে শিল্পায়ন বা কোন ধরনের উন্নয়নের নামে কর্মকাণ্ড হাওর ধ্বংসের গতিধারাকে তরান্বিত করবে বলে মনে করেন। তারা বলেন, প্রাকৃতিক এই জলাধার মাছে ভাতে বাঙ্গালীর শুধু খাবারের চাহিদাই মিটায় না,প্রকৃতি-পরিবেশ রক্ষায় নিয়ামক হিসাবেও কাজ করে।

কাউয়াদিঘি হাওর রক্ষা আন্দোলনের আহবায়ক ও বাপা জাতীয় পরিষদ সদস্য আ.স.ম ছালেহ সোহেল এর সভাপতিত্বে চারঘন্টা ব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সয়েল সাইন্স এর অধ্যাপক ড. এম এ কাশেম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ এনভায়রনমেন্টাল ল’ইয়ার্স এসোসিয়েশন সিলেট বিভাগের কো-অর্ডিনেটর এডভোকেট শাহ শাহেদা আক্তার।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রবীণ কৃষক নেতা কমরেড আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ তোফায়েল আহমদ, মাওলানা মকবুল হোসেন খান, সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ,বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আনছার আলী, হাওর রক্ষা সংগ্রাম কমিটি রাজানগর উপজেলার আহবায়ক সামছুদ্দিন মাস্টার, কাউয়াদিঘি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি কয়ছর চৌধুরী ,বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজার এর সদস্য সচিব শিব প্রসন্ন ভট্টাচার্য, কাউয়াদিঘি হাওর রক্ষা আন্দোলনের  যুগ্ম-সদস্যসচিব আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম ফয়ছল, দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার আবদুল ওদুদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com