শেরপুরের চেয়ারম্যান কাপ টি-টোয়েন্টি ত্রিুকেট টুর্নামেন্ট সম্পন্ন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার শেরপুরের আইনপুর মাঠে চেয়ারম্যান কাপ টি-টোয়েন্টি ত্রিুকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
২০ ফেব্রুয়ারী সোমবার হামরকোনা সবুজকুঁড়ি ত্রিুকেট ক্লাব আয়োজনে ইউপি চেয়ারম্যান অনবিন্দ পোদ্দার বাচ্চু সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেওলভবিাজার ৩ আসনের সৈয়দা সায়রা মহসীন এমপি।
এ সময় উপস্থিত ছিলেন ১ নং ইউপি সাবেক চেয়ারম্যান রাজা মিয়া, ২ নং ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল হক সেফুল, অলিউর রহমান, এম এস আলম, আনছার উদ্দিন , জুনেদ আমহদ, আতাউর রহমান, জাহাঙ্গীর মিয়া, শিক্ষক আশরাফ মিয়া, প্রিন্সিপাল আজাদ বখ্ত স্কুল এন্ড কলেজ হাবিবুল রহমান প্রমুখ। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শেরপুর ওয়ারিস বিজয়ী পুরস্কার তুলে দেন। খেলায় ১ম পুরস্কার ছিল ১টি ফিজ, ২য় পুরস্কার ছিল ফ্ল্যাট টিভি ও ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার ছিল একটি এন্ড্রোয়েড মোবাইল ফোন।
মন্তব্য করুন