শোক সংবাদ ॥ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ॥
June 9, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ (৭০) ৮ জুন মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অনেক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।৯ জুন বুধবার বিকাল সাড়ে ৫ঘটিকার সময় আদমপুর ইউনিয়নের জালাল শাহ কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর মরহুমের নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও অনুমিত হিসাব সর্ম্পকিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন