শোক সংবাদ : অশোক বিজয় দেব কানুনগো (কাজল)
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়কুট গ্রামের বিশিস্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অশোক বিজয় দেব কানুনগো (কাজল) ১২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১.৩০ঘটিকায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়ছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার রাতে ছয়কুট গ্রামের নিজ বাড়িতে প্রয়াতের মরদেহে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পনের পর নিজ পারিবারীক শ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তার মৃত্যুতে সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। তার মৃত্যুতে এলাকায় সর্বমহলে গভীর শোকের ছায়া নেমে আসে।
মন্তব্য করুন