শোক সংবাদ : শিক্ষক পবিত্র কুমার সরকার

November 30, 2024,

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) পবিত্র কুমার সরকার (৫২) শুক্রবার ২৯ নভেম্বর সকাল ১১টায় মৌলভীবাজার সদর হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধিতে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার দুপুরে শিক্ষক পবিত্র কুমার সরকার এর কর্মস্থল কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে মরদেহ রেখে সমবেদনা ও শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শিক্ষক পবিত্র কুমার সরকারের মরদেহ ময়মহনসিংহ জেলার মুক্তাগাছা গ্রামের নিজ পারিবারীক শ্মশানঘাটে রাত ১১টায় শেষকৃত্য দেওয়া হবে। তাঁর মৃত্যুতে শিক্ষক, ছাত্র, সুশীল সমাজ সহ এলাকার সর্বমহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com