শোক সংবাদ

February 22, 2017,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ার আলালপুরের বাসিন্দা কুলাউড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি কামাল উদ্দিন আহমদ জুনেদের বড়ভাই প্রবীন মুরব্বি মো:আব্দুর রাজ্জাক (৬৫) ২০ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০.৫০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহী—–রাজিউন)। তিনি সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। মরহুমের জানাযা ঐদিন সন্ধ্যা সাড়ে ৬ টায় কুলাউড়ার উছলাপাড়ায় অনুষ্টিত হয় এবং পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় । মৃত্যুকালে তিনি স্ত্রী,৫ পুত্র ও ৪ কন্যা,নাতি নাতনীসহ অসংখ্য আতœীয় স্বজন রেখে গেছেন। উল্লেখ্য, মরহুম আব্দুর রাজ্জাক মানব ঠিকানার মফস্বল সম্পাদক,দৈনিক নয়া দিগন্ত পত্রিকার কুলাউড়া প্রতিনিধি ও কুলাউড়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ময়নুল হক পবন এর শশুড় ছিলেন। এদিকে প্রবীন মুরব্বি মো:আব্দুর রাজ্জাক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক এমপি এম এম শাহীন,বিএনপি নেতা এড.আবেদ রাজা,কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম ,সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ,সাংবাদিক মোক্তাদির হোসেন,নাজমুল হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com