শ্রমিকনেতা জবরুল ইসলামের যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা

October 10, 2023,

শাহরিয়ার খান সাকিব॥ মৌলভীবাজার জেলা অটো-টেম্পু, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক বাজার টার্নিং শ্রমিক ইউনিট সভাপতি মো. জবরুল ইসলামের যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায়ী সংর্বধনা দেয়া হয়।

রোববার ৮ অক্টোবর রাতে শহরের একটি অভিজাত্য রেস্টুরেন্টে মৌলভীবাজার পৌরসভার ৮নং ওয়ার্ড যুবসমাজ আয়োজন করে।

সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ সেলিম হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী ওয়াহিদ আহমদ, বিশিষ্ঠ সমাজসেবক আব্দুল মোবিন তুহিন, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক মনোয়ার আহমদ রহমান।

সংর্বধিত অতিথি বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক ও সমাজসেবক মো. জবরুল ইসলাম বক্তব্য রাখেন। এ সময় তিনি আবেগআপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।

বক্তব্য রাখেন তাকরিম ফিউনারেল ফাউন্ডেশনের টিম লিডার সাইফুল জুনেদ, টিম সমন্বয়কারি মো: সুমন, আর্দশ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস আহমদ।

৮নং ওয়ার্ড যুবসমাজ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাজ্জাদ আহমদ শাহান, আব্দুল হান্নান, সাজ্জাদ আহমদ,  নিয়াজ উদ্দিন, শাহ হেলাল, সাইফুল ইসলাম সোহেল,  তপন আহমদ, আব্দুল আজিজ, ইসরাইল আহমদ, রুবেল আহমদ, মো. সামছুল আহমদ শ্যামল, সোহাগ আহমদ, জুনেদ আহমদ শান্ত, ফারদিন আঞ্জুম বাঁধন, সমুদ্র সৈকত প্রমুখ।

বক্তারা মো. জবরুল ইসলামের শ্রমিক-সমাজের কল্যাণে নানা কর্মকান্ড স্মৃতিচারণ ও তার ভূয়সী প্রশংসা করে বলেন, মৌলভীবাজার জেলা অটো-টেম্পু, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ২৩৫৯-এর অন্তর্ভুক্ত বাজার টার্নিং সিএনজি শ্রমিক ইউনিট পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর শ্রমিকদের কল্যাণে নানা উন্নয়নমুখী কর্মকান্ড ছিলো চোখে পড়ার মতো।

করোনাকালে জবরুল ইসলাম বাজার টার্নিং অটো-টেম্পু, মিশুক, সিএনজি চালকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, মারা যাওয়া শ্রমিক পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান, তাকরিম ফিউনারেল ফাউন্ডেশনের সাথে কোভিড-১৯ দাফন-কাফন ও সৎকার টিমে একজন মানবিক যোদ্ধা হিসেবে কাজ করেছেন।

এছাড়াও বিভিন সামাজিক কর্মকান্ডসহ খেলাধূলায়ও ছিলো তাঁর বিচরণ। এ ওয়ার্ডে যেকোনো কাজে তিনি সবসময় ছিলেন সবার পাশে। আজ জীবন-জীবিকার তাগিদে স্বদেশ ছেড়ে পাড়ি দিবেন যুক্তরাজ্যের উদ্দেশ্যে।

অনুষ্ঠানে উপস্থিত সকলে তার সফলতা কামনা করেন। মো. জবরুল ইসলাম পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন, বন্ধ-বান্ধবসহ তাঁর প্রিয় শ্রমিকদের কাছে দোয়া কামনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com