শ্রীমঙ্গলের মানবিক চিকিৎসক ডাঃ হরিপদ রায় সংবধিত

বিকুল চক্রবর্তী॥ চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পাওয়ায় বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন শ্রীমঙ্গল, শাখার সভাপতি ডা: হরিপদ রায়কে সংবর্ধনা দিয়েছে শ্রীমঙ্গলের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।
বুধবার ২২ সেপ্টেম্বর দুপুরে শ্রীমঙ্গল জয়নগর পাড়ায় তাকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সুহেল, কাতার প্রবাসী সুব্রত চক্রবর্তীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।
উল্লেখ্য ডা: হরিপদ রায় ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি কর্তৃক চিকিৎসা সেবায় অবদানের জন্য ম্যান অব দ্যা ইয়ার এ্যাওয়ার্ড-২০২১ এ ভূষিত হন।
শ্রীমঙ্গলের একজন মানবিক চিকিৎসক হিসেবে ডা: হরিপদ রায়ের বেশ সু-খ্যাতি রয়েছে।ডা: রায় স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের পদ থেকে অবসর নিয়ে বর্তমানে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডে সম্পৃক্ত রয়েছেন।
মন্তব্য করুন