শ্রীমঙ্গলে অটিজম বিষয়ক কর্মশালা

June 3, 2016,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে অটিজম ও ¯œায়ুবিকাশজনিত সমস্যভূক্ত যুবদের প্রতি দায়িত্ববোধ সর্ম্পকে সচেতনতা বৃদ্ধিকরণের জন্য দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২ জুন বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রণধীর কুমার দেব।
উপজেলা নির্বাহী অফিসার শহীদুল হক এর সভাপত্বিতে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসিম কুমার কর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর মৌলভীবাজার এর উপ পরিচালক মোহাম্মদ আমির আজম খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশিকুজ্জামান। কর্মশালায় প্রধান আলোচক হিসাবে অটিজম বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ এর মেডিকেল অফিসার ডাক্তার সালমা খাতুন।
অন্যাদের মাঝে বক্তব্য রাখেন এমসিডার প্রধান নির্বাহী মো. তহিরুল ইসলাম মিলন, ডিফেন্ডার এর নির্বাহী পরিচালক মোমিনুল হোসেন সোহেল প্রমুখ। কর্মশালায় বেসরকারী সংস্থা এমসিডা, ম্যাক বাংলাদেশ, ডিফেন্ডার, সৃষ্টি, শ্রীমঙ্গল ফাউন্ডেশন ও ইশাসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com