শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে কৃত্রিম প্রজনন কর্মীদের পোস্ট ট্রেনিং ওয়ার্কসপ

October 31, 2022,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার কৃত্রিম প্রজনন কর্মীদের পোস্ট ট্রেনিংওয়ার্কসপ ২০২২।
শ্রীমঙ্গল গ্রান্ড তাজে এই ওয়ার্কসপের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়।
৩০ অক্টোবর রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লালতীর ডেভলাপমেন্ট বিডি ও আইডিই এর যৌথ আয়োজনে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রাণী সম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক, লালতীর সীড এর বিভাগীয় ব্যবস্থাপক তাপস চক্রবর্তী, একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী ও বাংলাদেশ প্রতিদিনের শ্রীমঙ্গল প্রতিনিধি দীপংকর ভট্টাচার্য্য লিটন।
অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ডা. সাহাদাৎ হোসেন ও কৃষিবিদ আসমা খাতুন।
কর্মশালায় দুই জেলার শতাধিক কৃত্রিম প্রজনন কর্মী ছাড়াও উপস্থিত ছিলেন অর্ধশত খামারী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com