শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে অর্থদন্ড

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার ১৯ মে বিকেলে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর নির্দেশে উপজেলার ভুনবীর ইউনিয়নের ভুনবীর চৌমুহনীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মালেক নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করা হয়।
সহকারী পরিচালক (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার জানান, অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক বালু কারবারি মালেক কে ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করা হয়েছে।
শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিমের সহায়তা ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি
মৌলভীবাজারে প্রেস কাউন্সিল সেমিনার ও মতবিনিময় অনুষ্ঠিত
মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভাড়াউড়া চা বাগানে মে দিবস পালিত
মন্তব্য করুন