শ্রীমঙ্গলে আনসার ও ভিডিপির মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

September 2, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে আনসার ভিডিপির ১০দিনব্যাপী অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার ৩১ আগস্ট উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে কালাপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ১০দিনব্যাপী গ্রামভিত্তিক ভিডিপি অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়।

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: শরীফ উদ্দিন’র সভাপতিত্বে সমাপনি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতলিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ভিডিপির প্রশিক্ষিকা রুনা চৌধুরী, ইউনিয়ন পরিষদ সদস্য মো. লোকমান মিয়া, পৌরসভা ৬নং ওয়ার্ড দলনেতা পি.ভি.এম মো. আহছান উল্লাহ সুমন, মনিটরিং শাখার মো. আজিজুল ইসলাম, ৫নং কালাপুর ইউনিয়ন দলনেত্রী বেগম বাহার, প্লাটুন কমান্ডার উজ্জল আচার্য ও সজল সূত্রধর প্রমূখ।

১০দিনব্যাপী অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণে ৩২ জন নারী অংশগ্রহণ করেন। আনসার ভিডিপি কর্মকর্তারা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তাদের ভাগ্য উন্নয়ন ও রাষ্ট্রের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও জরুরী অবস্থায় ও আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com