শ্রীমঙ্গলে ‘আলোয় আলো’ প্রকল্পের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাপ্তাহ ব্যাপী ‘আলোয় আলো’ প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা এমসিডা প্যারেন্টিং সেশন পরিচালনার জন্য যোগাযোগ ও সহায়তা বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে।
শনিবার ১৭ সেপ্টেম্বর সকালে উপজেলার সদরইউনিয়নের ব্র্যাক লার্নিং সেন্টারে শ্রীমঙ্গল সপ্তাহ ব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন এমসিডা সভাপতি মিজানুর রহমান আলম।
এসময় উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মসূচীর প্রশিক্ষক জামিল মোস্তাক ও এমসিডা এর প্রকল্প কর্মকর্তা নেছার আহম্মেদ উপস্থিত ছিলেন।
চাইল্ড ফান্ড কোরিয়ার অর্থায়নে এডুকো বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত প্রকল্পের চারটি বাস্তবায়নকারী সংস্থা এমসিডা, আইডিয়া, বিটিএস এবং প্রচেষ্টা এর ৩২ জন করে তিন ব্যাচে মোট ৯৬ জন ইসিডি ফ্যাসিলিটেটর এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।
আগামী বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচী সমাপ্ত হবে।
মন্তব্য করুন