শ্রীমঙ্গলে কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী উদযাপন

May 9, 2024,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।
বুধবার ৮মে বাংলা সাহিত্যের অনন্য ব্যক্তিত্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শ্রীমঙ্গলস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে রবীন্দ্র সংগীত, আবৃত্তি, নৃত্য ও আলোচনা সভার আয়োজন করে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি।
শিক্ষক অয়ন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক। অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে রবীন্দ্রনাথের সিলেট আগমন-সহ সারগর্ভ বক্তব্য রাখেন সিলেট বিভাগের সর্বাধিক বইয়ের লেখক, রবীন্দ্র গবেষক, অধ্যাপক কবি নৃপেন্দ্রলাল দাশ। স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবাশীষ চৌধুরী রাজা।
বর্ণাঢ্য এ আয়োজনে বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবৃত্তিকার বিকাশ দাশ বাপ্পন এর আবৃত্তি পরিবেশন ছাড়াও রবীন্দ্র সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন শ্রীমঙ্গলের বিভিন্ন সংগঠনের শতাধিক শিল্পী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com