শ্রীমঙ্গলে কোভিড-১৯ প্রতিরোধে অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে কোভিড-১৯ প্রতিরোধ ঝুকি নিরুপন, যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ প্রকল্পের আওতায় অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর সকাল ১১টায় এমসিডা’র হলরুমে শ্রীমঙ্গলে মাল্টিপারপাস সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট এসোসিয়েশনের (এমসিডা)-এর উদ্যোগে দি হাঙ্গার প্রজেক্ট, ইউনিসেফ ও এডাবের আর্থিক সহযোগিতায় এ অ্যাডভোকেসি মিটিং অনু্ষ্িঠত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী।
এমসিডা’র প্রধান নির্বাহী মো: তহিরুল ইসলাম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা অধিদপ্তরের কর্মকর্তা শাহেদা আক্তার, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মাহবুবুর রহমান, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ ও এডাবের জেলা সমন্বয়কারী মেহেদি হাসান সুজন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালীঘাট ইউনিয়ন পরিষদের মেম্বার ইদ্রিস আলী, গাউছিয়া শফিকিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা কারী মো: জাহির হোসেন ও গাউছিয়া শফিকিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মো: আ: হাকিম, চা আদিবাসি নেতা পরিমল সিং বাড়াইক, দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহিমা বেগম ও স্বাস্থ্যকর্মী রুমি আক্তার।
সভায় শিক্ষক,সাংবাদিক, জনপ্রতিনিধি, ইয়থ লিডার, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন