শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী করম উৎসব উদযাপন

October 9, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলার চা-বাগানের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ঐতিহ্যবাহী করম উদযাপন করা হয়েছে।

রোববার ৮ অক্টোবর সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াছড়া চা-বাগানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী করম উৎসব উদযাপন করা হয়।

কমলগঞ্জ মনিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে ঐতিহ্যবাহী করম উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

মৌলভীবাজার জেলা জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী নুরুল ইসলাম, জেলা পুলিশ সুপার মনজুর রহমান (পিপিএম-বার), শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন, মনিপুরী ললিতকলা একাডেমির পরিচালক ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নুল আবেদীন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্চয় চক্রবর্তী প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com