শ্রীমঙ্গলে খোলা মাঠে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ দীর্ঘদিন থেকে চলা প্রচন্ড তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করা হয়েছে। মৌলভীবাজার জেলায় প্রচন্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন।
কাঠফাঁটা রোদে অতিষ্ঠ শ্রমজীবি মানুষের জনজীবন। বৃষ্টি না হওযায় নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। রোদ আর গরমে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ।
তাই বৃষ্টির আশায় শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর এলাকায় সিরাজনগর দরবার শরীফ তথা গ্রামবাসী মিলে হাইল হাওর এলাকায় খোলা মাঠে বিশেষ নামাজ (সালাতুল ইস্তেখারা) আদায় করেছেন শতাধিক মুসল্লি।
সোমবার ৮ মে সকাল ১১টার দিকে খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন সিরাজনগর দরবার শরীফের পীরজাদা ও সিরাজনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শেখ শিব্বির আহমদ।
তিনি বলেন, কয়েকদিনের তীব্র তাপদাহে মানুষ গরমে অতিষ্ঠ। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। সালাতুল ইস্তেখারা বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা।
ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি
মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক মতবিনিময় করলেন সাংবাদিকদের সাথে
কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা , মাড়াই জাড়াই এক সাথে হচ্ছে
কাউয়াদিঘি হাওরে কৃষকদের নিয়ে বোরো ধান কর্তন করলেন জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভাড়াউড়া চা বাগানে মে দিবস পালিত
মন্তব্য করুন