শ্রীমঙ্গলে গৃহবধুর রহস্যজনক মৃত্যুর

June 12, 2021,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গলে ঝুমা বেগম (২০) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত ঝুমা বেগম শ্রীমঙ্গল শহরের শান্তিবাগ আ/এ সোহাগ মিয়ার স্ত্রী বলে জানা গেছে। পুলিশ ঝুমা বেগমকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে।
শনিবার ১২ জুন খবর পেয়ে পুলিশ শহরের শান্তিবাগ এলাকার একটি বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, রাতে স্বামী স্ত্রীর মধ্যে কলহের ঘটনা ঘটেছিল। সকালে ঝুমা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রতিবেশীদের কাছে জানায়। সকাল ৯টার দিকে ঝুমাকে নিয়ে তার স্বামী সোহাগ মিয়া শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এর ৩ ঘন্টা পূর্বে ঝুমার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। মৃতের শরীরে আঘাতে চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক বলেন, লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী সোহাগ মিয়া, ভাই এবাদুর ও পিতা জিয়াউর রহমান কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com