শ্রীমঙ্গলে ঘুর্নিঝড় রেমালের প্রভাবে ২৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

May 28, 2024,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গলে ঘুর্নিঝড় রেমালের এর প্রভাবে ২৮০.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার সন্ধ্যা ৬ টা থেকে রেমালের প্রভাবে শ্রীমঙ্গলে বৃষ্টিপাত শুরু হয়।

 শ্রীমঙ্গল আবহাওয়া অফিস রোববার সন্ধা ৬ টা থেকে মঙ্গলবার বিকেল ৩ টা পর্যন্ত ২৮০.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। সোমবার থেকে অবিরাম বৃষ্টিপাত হওয়ায় সাধারন জীবনযাত্রায় ছন্দপতন ঘটে। বিশেষ করে স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রী, অফিসগামী চাকুরীজীবিদের দুর্ভোগ পোহাতে হয়। রাস্তায় যানবাহন ছিল কম। রাস্তায় লোক চলাচলও ছিল সীমিত। স্কুল-কলেজে ছাত্র-ছাত্রীদের উপস্হিতির সংখ্যাও ছিল অনেক কম। মঙ্গলবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com