শ্রীমঙ্গলে চলছে কোভিট-১৯ দ্বিতীয় ডোজ টিকা

বিকুল চক্রবর্তী॥ সারাদেশের মতো মৌলভীবাজারে শ্রীমঙ্গলে শুরু হয়েছে কোভিট-১৯ দ্বিতীয় ডোজ টিকা। সকালে শ্রীমঙ্গল সদর হাসপাতালে ৩ টি বুথে কোভিট-১৯ দ্বিতীয় ডোজ টিকা কার্যক্রম শুরু হয়।
৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ৫০ শয্যা হাসপাতালে বাংলদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি কোবিড-১৯ এর ২য় ডোজ টিকা গ্রহণ করেন এবং শ্রীমঙ্গল উপজেলায় ২য় ডোজ কর্মসূচী’র শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডঃ হরিপদ রায়, শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডঃ সাজ্জাদ হোসেন চৌধুরী। পরে যারা ২য় ডোজ গ্রহনের ম্যাসেজ পেয়েছেন তারাও টিকা নিচ্ছেন সেখানে।
সিভিল সার্জন অফিস জানায়, এখন পযন্ত জেলায় প্রায় ৬৫ হাজার মানুষ করোনার ১ম ডোজ টিকা দিয়েছেন। ২য় ডোজ শুরু হয়েছে তবে একই সাথে ১ম ডোজ টিকা প্রদান কাযক্রম চলমান আছে । আর জেলায় এখন পর্যন্ত করোনা টিকার জন্য ৭৮ হাজার মানুষ রেজিষ্ট্রেশন করেছেন। তারা জানান, বর্তমানে করোনা পজেটিভ রোগীর সংখ্যা ১৬১ জন এর মধ্যে হাসপাতালে ভর্তি ৫জন।
মন্তব্য করুন