শ্রীমঙ্গলে চলন্তিকা ক্রীড়া চক্র মাঠে এসপিএল ক্রিকেট প্রিমিয়ার লীগের উদ্বোধন
এহসান বিন মুজাহির॥ শ্রীমঙ্গলে এসপিএল ক্রিকেট প্রিমিয়ার লীগ শুভ উদ্বোধনী অনুষ্ঠান সোমবার ২ অক্টোবর বিকেলে শ্রীমঙ্গল পৌর শহরের কালিঘাট রোডস্থ চলন্তিকা ক্রীড়া চক্র মাঠে বর্ণাঢ্য আয়োজনে ক্রিকেট প্রিমিয়ার লীগের ট্রফির মোড়ক উন্মোচন করা হয়েছে।
এসপিএল ক্রিকেট কমিটির আয়োজনে এবং কালিঘাট রোড স্পোর্টস একাডেমির সার্বিক সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র-২ ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মীর এম এ সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হানিফ চৌধুরী, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল জব্বার আজাদ, শ্রীমঙ্গল পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ এহসানুল হক, সাংবাদিক আনিসুল ইসলাম আশরাফী।
আরও উপস্থিত ছিলেন কালিঘাট রোড স্পোর্টস একাডেমির প্রধান উপদেষ্টা শাহিন আহমেদ, একাডেমির সভাপতি শিমুল আহমদ, মৌলভীবাজার জেলা ক্রিকেট কোচ রাসেল আহমদ, মোশাররফ হোসাইন রাজ প্রমুখ।
উদ্বোধনী খেলাটি দেখার জন্য কালিঘাট রোডস্থ চলন্তিকা খেলার মাঠে বিপুল সংখ্যক দর্শকদের উপস্থিতি ছিল।
বিশিষ্ট ব্যবসায়ী ও কালিঘাট রোড স্পোর্টস একাডেমির অন্যতম স্বপ্নদ্রষ্টা, প্রধান উপদেষ্ট্ শাহিন আহমেদ জানান-কালিঘাট রোড স্পোর্টস একাডেমির আয়োজনে কালিঘাট রোড চলন্তিকা ক্রীড়া চক্র মাঠে গত চার বছর যাবত ফুটবল, বলিবল ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলা সূচারুরুপে অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরও বলেন, যুব সমাজকে মাদক ও অবক্ষয় এবং মোবাইল গেম থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, সামাজিক যোগাযোগে মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সকলকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করার লক্ষে নিয়মিত খেলাধুলার আয়োজন করা হয়।
মন্তব্য করুন