শ্রীমঙ্গলে ছাত্র মজলিসের দিনব্যাপী কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত

এহসান বিন মুজাহির॥ শ্রীমঙ্গলে বাছাইকৃত কর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মী শিক্ষা সভার আয়োজন করেছে ছাত্র মজলিসস শ্রীমঙ্গল উপজেলা শাখা।
শুক্রবার ২৬ মে সকাল সাড়ে ৯টায় শ্রীমঙ্গল শহরের কালিঘাট রোডস্থ আই এস মিলনায়নে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আনিসুল ইসলাম। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভাটি শুরু হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান।
দিনব্যাপী এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি রাফি উদ্দিন মাবরুর ও সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি আবিদ হাসান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আনিসুল ইসলাম বলেন, জ্ঞান-বিজ্ঞানের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ছাত্র সমাজকে নৈতিক ও চারিত্রিক উৎকর্ষ সাধনের মাধ্যমে নিজেদেরকে সৎ, দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে ওঠতে হবে এবং ঘুণেধরা জাহেলি সমাজ ব্যবস্থা ভেঙ্গে গড়তে হবে ইসলামী সমাজ।
আর এজন্য ছাত্র মজলিস কর্মীসহ সর্বস্তরের ছাত্রসমাজকে আরও এগিয়ে আসতে হবে। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা শাখার বায়তুলমাল সম্পাদক নাঈম হাসানন প্রমুখ। সভায় দারসে কুরআন, বিষয়ভিত্তিক আলোচনা, হাতেকলমে শিক্ষাসহ প্রভৃতি অ্যাজেন্ডা অর্ন্তভুক্ত ছিল।
মন্তব্য করুন