শ্রীমঙ্গলে জটিল রোগে আক্রান্তদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ

June 1, 2024,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার ৩১ মে সকাল ১০টায় শ্রীমঙ্গল পৌর শহরের রামকৃষ্ণ মিশন রোডে কৃষিমন্ত্রীর বাসভবনে এই চেক বিতরণ করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার সুয়েব হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন কালীঘাট ইউপি’র চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান, পৌর কাউন্সিলর তানিয়া আক্তার প্রমুখ। উপজেলা সমাজসেবা অফিসার সুয়েব হোসেন চৌধুরী জানান, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রকল্পের আওতায় শ্রীমঙ্গল উপজেলার ১২ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে মোট ৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com