শ্রীমঙ্গলে জাতীয় উদ্যান লাউয়াছড়া বাচাঁতে মতবিনিময়

June 25, 2016,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে লাউয়াছড়া জাতীয় উদ্দ্যান বাচাঁতে সমাজের সকল অংশের মানুষের সাথে মতবিনিময় করেছে লাউয়াছড়া জাতিয় উদ্যান রক্ষা আন্দোলন। ২৫ জুন শনিবার সকালে শহরের চ›ন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রভাষক জলি পালের সভাপতিত্বে ও প্রিতম দাশের সঞ্চালনোয় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন অধ্যাপক স্যাইদ মুজিবুর রহমান, বাদদেস জেলা আহবায়ক এড. মইনুর রহমান মগনু, মৌলভীবাজার জেলা টিভি জার্নলিষ্ট এসোসিয়েশনের সভাপতি পান্না দত্ত, লাউয়াছড়া জাতীয় উদ্দ্যান রক্ষা আন্দোলনের সংঘটক জাবেদ ভ’ইয়া প্রমূখ। সংঘটক জাবেদ ভ’ইয়া বলেন, সভায় বক্তারা লাউয়াছড়া বাচাঁতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করা পক্ষে মত প্রকাশ করেন। লাউয়াছড়ায় গাছ কাটা হলে সংরক্ষিত এই বনের জীববৈচিত্র্য ও পরিবেশ মারাতœক ভাবে ক্ষতিগ্রস্থ হবে। তাই গাছ না কেটে রেল লাইনটি বনের ভিতর থেকে অনত্র সরিয়ে নিতে হবে। আর তা না করা গেলে বনভ’মির ভিতর যতোটুকু পরিমান রেল লাইন রয়েছে ততোটুকু পরিমার রেল লাইনের উপর একটি ট্রানেল নির্মান করতে হবে।
উল্লেখ্য, ৯ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় প্রকোশলী-২ আরমান হোসেন নির্বিগ্নে ট্রেন চলাচল ও দুর্ঘটনা এড়াতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর রেললাইনের দুই পাশের গাছ কাটতে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে চিঠি দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। চিঠি পেয়ে বন বিভাগ জরিপ করে দেখেছে বনের ২৫ হাজার গাছ কাটা পরবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com