শ্রীমঙ্গলে জেলা প্রশাসকের মতবিনিময়

May 29, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে রাজনৈতিক, সামাজিক, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

সোমবার ২৯ মে দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সহকারী কমিশনার (ভূমি) সন্ধীপ তালুকদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কামালগঞ্জ সার্কেল) শহিদুল হক মুন্সী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার।

এ সময় শ্রীমঙ্গলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ আলী, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো. আছকির মিয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, ইস্পাহানি কোম্পানির জেরিন চা বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার সেলিম রেজা চৌধুরী, ফিনলে টি কোম্পানির বালিশিরা টি এস্টেটের জেনারেল ম্যানেজার সৈয়দ সালাউদ্দিন।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, শ্রীমঙ্গল সাংবাদিক সমিতির সভাপতি কাওছার ইকবাল, আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি মেঃ আশিকুর রহমান প্রমখ।

এতে আরও উপস্থিত ছিলেন উপজেলার সকল জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সরকারী ও বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চা-বাগান ব্যবস্থাপক, গণমাধ্যম কর্মী এবং সেবা গ্রহীতারা।

সভায় শ্রীমঙ্গল পৌরসভার  ময়লার ভাগাড় দ্রুত অপসারণ, পাবলিক লাইব্রেরি পুনঃ চালুকরণ, শেখ রাসেল স্টেডিয়াম নির্মাণ, মডেল মসজিদ নির্মাণ, রেলওয়ে মাঠ উন্মুক্ত করণ, যানজট নিরসন, পৌরসভার আয়তন বর্ধিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় জেলা প্রশাসক বিভিন্ন সমস্যা সম্ভাবনার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com