শ্রীমঙ্গলে ত্রিপুরা পল্লীতে শীতবস্ত্র বিতরণ

January 14, 2024,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলার আদিবাসী ত্রিপুরা পল্লী ডলুছড়ায় হত দরিদ্র ৫০টি পরিবারকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১২ জানুয়ারি) বিকাল ৩ ঘটিকায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দ্বিজেন্দ্র লাল রায়ের সভাপতিত্ব বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়। বিশেষ অতিথি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি জহর তরপদার, সাধারন সম্পাদক সমীরণ সরকার, সদর ইউনিয়ন সভাপতি স্বপন বিশ্বাস, আদিবাসী মানবাধিকার কর্মী জনক দেববর্মা, প্রমুখ।
বিতরণী অনুষ্ঠানে হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি দ্বিজেন্দ্র লাল রায় বলেন, সংগঠনের পক্ষ থেকে আমরা প্রত্যান্ত এলাকায় গিয়ে হত দরিদ্র পরিবার চিহ্নিত করে প্রতিটি পরিবারে শীতবস্ত্র বিতরেনের উদ্যোগ করা হয়েছে ধাপে ধাপে তা বিতরণ করা হবে।
এসময় আদিবাসী মানবিকার সুরক্ষা কর্মী জনক দেববর্মা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে, জাতিগত, ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে,তাহলে সোনার বাংলা গড়ে উঠবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com