শ্রীমঙ্গলে দারুত তাকওয়া তাহফিজুল কুরআন মাদরাসা সবক উদ্বোধন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে দারুত তাকওয়া তাহফিজুল কুরআন মাদরাসার আনুষ্ঠানিক সবক উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল সোমবার ১০ জানুয়ারি সকাল ১১টায় মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল নতুন বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা জামাল উদ্দিন। মাদরাসার পরিচালক মুফতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও এলাহি জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি নুরুল আনোয়ারের সঞ্চালনায় দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল জব্বার আজাদ, জামেয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের মঈনে মুহাতিমম ও মুহাদ্দিস মুফতি মনির উদ্দিন, জামেয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের মুহাদ্দিস হাফেজ মাওলানা ফেরদাউস আহমদ, বরুণা টাইটেল মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল গফুর কবির, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল, লেখক ও সাংবাদিক মাওলানা এহসান বিন মুজাহির, বরুণা মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা মিসবাহ উদ্দিন জুবায়ের, আলেম ও ব্যবসায়ী মাওলানা মাসরুর আহমদ, ভি.আই.পি বেকারি এন্ড সুইটস’র স্বত্বাধীকারি এম. আনোয়ার হোসেন, ব্যবসায়ী এহসানুল হক সুমন, মোশারফ আহমদ প্রমুখ।
মাদরাসার শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা নাজমুল হক, মাওলানা সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে অভিভাবকসহ শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন